মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৩২, আহত ১৬৫

|

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৩২, আহত ১৬৫

মিসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৩২ জনের। আহত ১৬৫ জন। শুক্রবার রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে হয় হতাহতের ঘটনা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

কর্তৃপক্ষ জানায়, সামনে থাকা ট্রেনটি থামার জন্য জরুরি সিগন্যাল দেয় কেউ। এ সময় একই দিকে যাত্রা করা আরেকটি ট্রেন এসে প্রথমটিকে ধাক্কা দেয় পেছন থেকে। এ সময় লাইনচ্যুত হয় দু’টি ট্রেনই। ঘটনাস্থলেই মারা যান অনেকে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীরা উপযুক্ত শাস্তি পাবে বলেও জানান।

এদিকে মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী মোস্তফা ম্যাডবুলি। হতাহত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply