আফগানিস্তান থেকে নির্ধারিত সময়ে সেনা প্রত্যাহার নিয়ে তালেবানদের হুঁশিয়ারি

|

আফগানিস্তান থেকে নির্ধারিত সময়ে সেনা প্রত্যাহার নিয়ে তালেবানদের হুঁশিয়ারি

আফগানিস্তান থেকে নির্ধারিত ডেডলাইনে মার্কিন সেনা প্রত্যাহার না হলে বড় ধরণের হামলার শিকার হবে বিদেশি সেনারা। এমন হুঁশিয়ারি দিয়েছেন তালেবানরা।

শুক্রবার এক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠীটি জানায়, যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত না মানলে জিহাদের পথে হাঁটবে তারা। দেশের স্বাধীনতার স্বার্থে, সশস্ত্র পদক্ষেপ নেবে বিদেশি সেনাদের হঠাতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ১ মে, ডেডলাইনের মধ্যে সব সেনা সরিয়ে নেয়া সম্ভব নাও হতে পারে। তবে খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান। এই মুহূর্তে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে দেশটিতে। তবে চুক্তি বাস্তবায়নের বিষয়ে অনড় তালেবানরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply