ভারতে কৃষক আন্দোলন: শুক্রবার ১২ ঘণ্টার বনধ কর্মসূচি পালন

|

ভারতে কৃষক আন্দোলন: শুক্রবার ১২ ঘণ্টার বনধ কর্মসূচি পালন

ভারতে চার মাসে গড়ালো কৃষক আন্দোলনের। কৃষি ইউনিয়নগুলোর ডাকে শুক্রবার ১২ ঘণ্টার বনধ কর্মসূচি পালন করে কৃষকরা।

রাজধানী দিল্লিসহ অনেক শহরে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা। অবরোধ করে রাখেন রেল ও সড়ক যোগাযোগ। বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল দিল্লির সাথে উত্তর প্রদেশের যোগাযোগ। ব্যানার-পোস্টার নিয়ে বিতর্কিত কৃষি আইন বিরোধী শ্লোগান দেয় আন্দোলনকারীরা। প্রতিবাদী গান-বাজনায় মুখরিত হয় রাজপথ। এ সময় কৃষি আইন পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কৃষকরা।

বিতর্কিত ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে গত নভেম্বর থেকেই চলছে টানা বিক্ষোভ। বেশ কয়েকবার সহিংসতার ঘটনাও হয় নিরাপত্তা বাহিনীর সাথে। কৃষক প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠক হলেও আসেনি চূড়ান্ত সমঝোতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply