দেশে তীব্র আকার ধারণ করেছে করোনা। গেলো ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৩৯ জনের। এটি গত তিন মাসের মধ্যে রেকর্ড মৃত্যুর ঘটনা। টানা চতুর্থ দিনের মতো সাড়ে ৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪.৯০ শতাংশ।
শনিবার(২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হলো ৮ হাজার ৮৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৬৭৮ জনের শরীরে। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Leave a reply