নাটোরে দুই শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

|

স্টাফ রিপোর্টার:

নাটোরের বড়াইগ্রামে’ ৭১ এর শহীদ সুশীল চন্দ্র পাল ও বিশু চাকী’র স্মরণে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দুই শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নটাবাড়িয়ায় দুই শহীদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এসময় শহীদ সুশীল চন্দ্র পালের ছেলে সাবেক অতিরিক্ত সচিব (অবঃ) অজিত কুমার পাল, পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত সচিব (অবঃ) অজিত কুমার পাল বলেন, ৭১ এর ২৭ এপ্রিল গ্রামে থেকে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার সময় সুশীল চন্দ্র পাল ও বিশু চাকীকে পাক হানাদাররা গুলি করে হত্যা করে। এখন পর্যন্ত এই দুই শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। শহীদ সুশীল চন্দ্র পাল ও বিশু চাকী’র রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের স্মরণে সরকারীভাবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি দীর্ঘদিনের। দ্রুত এই দাবি বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply