পর্দা নামলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু করপোরেট কাপের। শনিবার রাজধানীর কোর্টসাইট ফুটবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে জাপান টোবাকোকে ৬ শূন্য গোলে পরাজিত করে কমফিট কমপোজিট। টুুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান কমফিটের ইনতেশার। এই টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে যমুনা টেলিভিশন।
দু’দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। আয়োজক আপস্ট্রাইক স্পোর্টস ম্যানেজমেন্টের সিইও শাহ জাফর আহমেদ জানান, করপোরেট জগতের মানুষদের শারীরিক ফিটনেস ধরে রাখা ও নির্মল বিনোদের জন্য এ আয়োজন। ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন উপহার দেয়ার কথা জানান তিনি। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল ট্রু ফ্রেব্রিক্স আর মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।
Leave a reply