বইমেলার ৯ম দিনে পাঠকের সমাগম ছিল মোটামুটি, তবে ছুটির দিন হিসেবে প্রকাশকরা যেমন ভিড় আশা করেছিল তেমনটা হয়নি।
তাদের প্রত্যাশা দিন যত গড়াবে বই বিক্রির মাত্রা তত বাড়বে। অনেকে বলছেন, প্রতিবারের মতো বার বার মেলায় আসার সুযোগ করোনার সংক্রমণের কারণে কমে গেছে। তাই একবার এসেই সব বই কিনে নিচ্ছেন তারা।
এদিকে বিকেল থেকেই মেলায় পাঠক-দর্শনার্থীদের সমাগম ছিলো বেশ। সন্ধ্যা নামার পর স্বাভাবিক ভাবেই বাড়তে থাকে মানুষের আনাগোনা। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে উদাসীনতা। প্রতিদিনের মতো নতুন লেখকের বই এসেছে, নতুন নতুন বিষয় নিয়ে।
Leave a reply