মিয়ানমারে পুলিশের গুলিতে একদিনেই প্রাণ গেছে শিশুসহ অন্তত ৯০

|

মিয়ানমারে পুলিশের গুলিতে একদিনেই প্রাণ গেছে শিশুসহ অন্তত ৯০

গত মাসে সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখলো মিয়ানমার। নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে একদিনেই প্রাণ গেছে শিশু’সহ অন্তত ৯০ জন।

অবশ্য স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতের সংখ্যা ১১৪। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে আগে থেকেই বড় ধরনের বিক্ষোভের ঘোষণা দিয়েছিলো আন্দোলনকারীরা। এর একদিন আগেই বিক্ষোভকারীদের মাথায় গুলি করা হবে বলে হুঁশিয়ারি দেন জান্তা প্রধান মিন অং লাইং। তবে সে হুমকি উপেক্ষা করেই রাজধানী নেইপিদো, মান্দালয়, ইয়াঙ্গুন’সহ ছোট-বড় বিভিন্ন শহরে রাজপথে নামে হাজারো জনতা। বিক্ষোভ দমনে সকাল থেকেই মারমুখী ছিল পুলিশ।

দেশের ৪০টির বেশি স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এমনকি বাড়ি বাড়ি গিয়ে চলে তাণ্ডব। দেশজুড়ে আহত কয়েক হাজার মানুষ। বাড়িতে খেলার সময় চোখে রবার বুলেটবিদ্ধ হয় এক বছরের একটি শিশুর। এই নিয়ে দেশটিতে সামরিক শাসন বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে।

এদিকে জান্তা সরকারের আগ্রাসনে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply