কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগানোর চেষ্টা করেছে এক দুর্বৃত্ত।
শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উনচিপ্রাং ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আসু জামান (২১) নামে রোহিঙ্গার ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। তবে খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এতে ঘরের একটি অংশ পুড়ে যায়।
এপিবিএন-১৬ এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় পুরোপুরি আগুন নেভানো হয়।’
তিনি আরও বলেন, অপরিচিত এক ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে যায়। উক্ত ব্যক্তির পরিচয় উদঘাটনে এপিবিএন পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (২২ মার্চ) উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা। এ ঘটনায় ৪৫ হাজারের মতো রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে বালুখালী ক্যাম্পে অগ্নিকাণ্ডের পর রোহিঙ্গা ক্যাম্প গুলোতে আগুন আতংক বিরাজ করছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
Leave a reply