হাসপাতালগুলোতে বেড়েই চলেছে করোনা টেস্টের জন্য ভিড়

|

হাসপাতালগুলোতে বেড়েই চলেছে করোনা টেস্টের জন্য ভিড়

বিএসএমএমইউতে করোনা ফিভার ক্লিনিকে এখন পর্যন্ত প্রায় তিনশোর বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে। রাজধানীর অন্যান্য হাসপাতালেও একই অবস্থা দেখা যায়।

হাসপাতালে যারা করোনা রোগীদের নিয়ে কাজ করছেন তারা বলছেন প্রায় এক সপ্তাহ ধরে করোনার নমুনা সংগ্রহের উপর চাপ পড়ছে। যারা নমুনা পরীক্ষা করতে আসছেন তাদের মধ্যে পনেরো শতাংশের বেশি শনাক্ত হচ্ছেন।

বিএসএমএমইউ-র ইন্টারনাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ফজলে রাব্বি বলেন, এবারের করোনা সংক্রমণ গতবারের সংক্রমণকেও ছাড়িয়ে যাওয়ার আশংকা রয়েছে। এছাড়া এবারে যারা আক্রান্ত হচ্ছেন তাদের শারীরিক পরিস্থিতিও অনেক সংকটজনক।

তিনি আরও বলেন, করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে করোনা বাদে অন্যান্য চিকিৎসা কার্যক্রম সংকুচিত হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply