দোষী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা: ধর্মমন্ত্রী

|

ভিসা জটিলতায় যাত্রী সংকটের কারণে আজও বিমানের হজ ফ্লাইট বাতিল

নানা জটিলতায় হজযাত্রী কম থাকায় আজও বাতিল হয়েছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিমানের একটি ফ্লাইট। এ বিষয়ে জানতে চাইলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান দাবি করেছেন, কিছু এজেন্সির কারণে জটিলতা হলেও, সমস্যা থাকবে না। সবাই হজ করতে সৌদি আরব যেতে পারবেন।

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫টি হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল আজ। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সকাল ৮.৫৫ মিনিটের প্রথম ফ্লাইটটি বাতিল হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দুপুর ১২.২৫, বিকেল ৪.৩৫, সন্ধ্যা ৭.৫৫ ও রাত ৮.৪৫ মিনিটে ৪টি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

হজ ফ্লাইটে প্রথম দু’দিন কোনো সমস্যা না হলেও, তৃতীয় দিন থেকেই যাত্রী সংকটে ফ্লাইট বাতিল হতে থাকে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৬টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। পাসপোর্ট সক্রান্ত জটিলতার পাশাপাশি মোয়াল্লেম ফি বাড়ানো ও কোটা ভিত্তিক রিপ্লেসমেন্ট জটিলতাও আছে কারো কারো ক্ষেত্র। তবে সবচেয়ে বেশি অভিযোগ এজেন্সিগুলোর অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply