বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে ৬ হাজার মৃত্যু

|

বিশ্বজুড়ে মোট ২৮ লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯। গত ২৪ ঘণ্টায়ও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

দৈনিক সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে উঠে এলো ভারত। দেশটিতে ২৪ ঘণ্টায় ৬৮ হাজারের ওপর মানুষের দেহে মিলেছে নানা বৈশিষ্ট্যসম্পন্ন করোনা। মৃত্যুবরণ করেছেন ৩শ’র কাছাকাছি। অবশ্য দিনে ১৬শ’র বেশি মৃত্যুতে এখনো প্রাণহানিতে শীর্ষ অবস্থানে ব্রাজিল, দেশটির আরও ৪৪ হাজারের ওপর মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৫৬৭ জনের মৃত্যু রেকর্ড করলো মেক্সিকো; দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ছাড়ালো। আর পাঁচশ’র কাছাকাছি দৈনিক মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে মোট প্রাণহানি ৫ লাখ ৬২ হাজার ছাড়ালো।

এদিকে, বিশ্বজুড়ে আরও পৌনে ৫ লাখ মানুষের শরীরে শনাক্ত হলো করোনা। মোট সংক্রমিত ১২ কোটি ৭৭ লাখের বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply