‘খালেদা জিয়ার কারাদণ্ড রাজনীতির টার্নিং পয়েন্ট’

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা এবং কারাজীবনকে বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ সংবাদ সন্মেলনের আয়োজন করে। আগামীকাল রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিন সারাদেশে সকল আইনজীবী সমিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

ব্যারিস্টার মওদুদ বলেন, এতদিন সরকার বলে আসছিল বিএনপি নেতারা নাকি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এখন আমরা কী দেখলাম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র দুই কোটি টাকার মামলা দেয়া হয়েছে। অথচ সেই টাকা রাষ্ট্রের টাকা নয় এবং সেই টাকা ব্যাংকে রয়েছে। ওই টাকার সুদ বেড়ে এখন ৬ কোটি টাকা হয়েছে।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকট আবেদ রেজা, বাবু নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply