করোনা সংকট: সরকারের প্রতি আস্থা ফেরাতে বড় পরিবর্তন ব্রাজিলের মন্ত্রিসভায়

|

করোনা সংকট: সরকারের প্রতি আস্থা ফেরাতে বড় পরিবর্তন ব্রাজিলের মন্ত্রিসভায়

করোনা সংকট মোকাবেলায় সরকারের প্রতি আস্থা ফেরাতে বড় পরিবর্তন এলো ব্রাজিলের মন্ত্রিসভায়। সোমবার ৬ মন্ত্রীর রদবদল দেখলো দেশটি।

প্রেসিডেন্টের প্রিয়ভাজন পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাউজোর বিরুদ্ধে দুর্বল কূটনীতির অভিযোগ ছিলো আইনপ্রনেতাদের। তারা বলেন, চীন-ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে সখ্যতা বজায় রাখতে না পারায় ব্রাজিল পাচ্ছেনা পর্যাপ্ত করোনার ভ্যাকসিন। তার স্থলাভিষিক্ত হন কালোর্স আলবার্তো।

এছাড়া নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ওয়াল্টার ব্র্যাগা। বিশ্লেষকদের ভাষ্য- রদবদল ঘটলেও প্রেসিডেন্টের সাফাই গাইবেন নবাগতরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply