জার্মানিকে হারিয়ে চমক দেখালো পুঁচকে মেসিডোনিয়া

|

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে উত্তর মেসিডোনিয়া, যা গত ২০ বছরে জার্মানির জন্য প্রথম। ২০০১ সালে ইংল্যান্ডের কাছে হারের পর, আর কখনও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হারেনি ফুটবলের ‘পাওয়ার হাউস’ নামে খ্যাত দেশটি। তবে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ইতালি, স্পেন ও ইংল্যান্ড।

জে’ গ্রুপে গত ম্যাচে মেসিডোনিয়ার ৫-০ গোলের জয় ছিল লিচেনস্টাইনের বিপক্ষে। ডুইসবার্গের এই ম্যাচে জার্মানদের তেড়েফুড়ে ওঠার সুযোগ নিয়ে ইনজুরি টাইমে গোরান পানদেভ এগিয়ে নেন মেসিডোনিয়ানদের। বিরতির পর পেনাল্টি থেকে সমতা এনেছিলেন ইলকায় গুনদোগান।

৮৫ মিনিটে এলজিফ এলমাসের গোলেই ২০ বছর পর বিশ্বকাপ বাছাইপর্বে হার দেখে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বিদায় বেলায় এমন পরাজয়ে বিধ্বস্ত কোচ জোয়াকিম লো, জার্মানির অবস্থান গ্রুপের তিন নাম্বারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply