আইসিইউর পাশাপাশি পূর্ণ হয়ে যাচ্ছে কোভিড হাসপাতালগুলোর সাধারণ বেড

|

আইসিইউর পাশাপাশি পূর্ণ হয়ে যাচ্ছে কোভিড হাসপাতালগুলোর সাধারণ বেড। কোথাও কোথাও ভর্তি আছে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী। নির্দেশনা দেয়া হলেও জনবলের অভাবে চালু হয়নি লালকুঠি ও ঢাকা মহানগর হাসপাতাল।বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলায় প্রাথমিকভাবে ভার্চুয়াল চিকিৎসার ব্যবস্থা বাড়ানো দরকার।

তার আগে স্বাস্থ্যবিধি মানতে কঠোর হওয়ার পরামর্শ তাদের। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড ইউনিটের বেড সংখ্যা ২৭৫ টি। অথচ গেলো প্রায় দুই সপ্তাহ ধরে ভর্তি আছে প্রায় দ্বিগুণ রোগী। বুধবার ভর্তি ছিলেন ৪২১ জন।

অন্য হাসপাতালের অবস্থাও একই দিকে গড়াচ্ছে। রাজধানীতে দশটি কোভিড হাসপাতালে মোট বেড সংখ্যা আড়াই হাজার। বুধবারের হিসেব বলছে ফাকা আছে মাত্র ২৬৫টি।

কোভিডের বাড়তি ব্যবস্থার পাশাপাশি প্রভাব পড়ছে অন্য চিকিৎসাতেও। বিশেষজ্ঞরা বলছেন, এবার স্বাস্থ্য কর্মীদের সংক্রমণের হার অনেক বেশি। ফলে চিকিৎসা দিতে হিমসিম খেতে হয় প্রতিদিন।

চিকিৎসকদের আশংকা সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই এখনই ব্যবস্থা নেয়া দরকার। ঝুকিমুক্ত রোগীদদের জন্য চালু করতে হবে ভার্চুয়াল চিকিৎসা ব্যবস্থা। কঠোর হতে হবে স্বাস্থ্য বিধি পালনে।

চিকিৎসকরা বলছেন ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি এবার সংক্রমণ বাড়ছে মৌলভীবাজার, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply