মহামারির মধ্যেই দেশের বিভিন্ন কেন্দ্রে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো।
রাজধানীর সকল কেন্দ্রের সামনে ছিলো অভিভাবকদের উপচে পড়া ভিড়। এ সময় স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হয়েছে সব কেন্দ্রে। গাদাগাদি করেই কেন্দ্রে প্রবেশ ও কেন্দ্র থেকে বের হয়েছে ভর্তিচ্ছুরা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে রাজধানীর ১৫টি ও রাজধানীর বাইরে ৪০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছিলো। এ কারণে বেশিরভাগ কেন্দ্রের সামনেই দেখা যায় পরীক্ষার্থী-অভিভাবকদের প্রচণ্ড ভিড়।
এদিকে একসাথে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি করোনার সংক্রমণ আরও বেশি করে ছড়ানোর শঙ্কা করা হচ্ছে।
Leave a reply