লঞ্চে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
শুক্রবার সকালে সদরঘাটে গিয়ে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে চরম উদাসীনতা দেখা যায় যাত্রীদের মাঝে। গণ্যমাধ্যমের ক্যামেরা দেখে অনেককে মাস্ক পরতে দেখা যায়।
কর্তৃপক্ষ বলছে, লঞ্চে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা কষ্টকর। এক্ষেত্রে তারা দায় যাত্রীদের ওপর চাপান। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে ৫০ ভাগ যাত্রী পরিবহনের কথা জানেন না অনেক লঞ্চ কর্তৃপক্ষ। তবে ভাড়া ঠিকই ৬০ ভাগ বাড়তি আদায় করছেন তারা। বলছেন কাল থেকে ৫০ ভাগ যাত্রী পরিবহন করবেন তারা।
Leave a reply