নন্দীগ্রামে জয় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য অমিত শাহ-মমতার

|

নন্দীগ্রামে জয় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য অমিত শাহ-মমতার

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটে নিজেদের জয় নিয়ে আশাবাদি বিজেপি ও তৃণমুল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছেই হারবেন মুখ্যমন্ত্রী।

আর মমতা ব্যানার্জি বলছেন, জাত-পাত নিয়ে রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস। জয় সম্পর্কে সমর্থকদের নিশ্চিত থাকার আশ্বাসও দেন তিনি।

তৃতীয় দফা নির্বাচনী প্রচারণায় মমতা বলেন, তপশীলী-আদিবাসীরা ৬০ বছর বয়স হলেও তাদেরকে দেয়া হবে পেনশন। এছাড়া নারী উন্নয়নে নগদ অর্থ ছাড়াও বিভিন্ন পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। উত্তরবঙ্গে কোচবিহার ছাড়াও নাগাদ নাটাবাড়ি, তুফানগঞ্জ ও আলিপুরদুয়ারেও সভা করেছেন তৃণমূলনেত্রী।

তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ আসনে হবে ভোট গ্রহণ। মোট ৮ দফা নির্বাচন শেষে ফল ঘোষণা ২ মে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, একবার বিজেপি ক্ষমতায় আসলে উত্তরবঙ্গে সব হিংসা বন্ধ হয়ে যাবে। রাজবংশীদের প্রতি যে অন্যায় হয়েছে তারও প্রতিকার হবে। এমনকি রোধ করা হবে অনুপ্রবেশ। এছাড়া প্রতি বছর এখানকার উন্নয়নে দেয়া হবে ২ হাজার কোটি টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply