ভারতের কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হয়েছে।
কর্তৃপক্ষের দাবি, নিহতরা সবাই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য। শুক্রবার রাজ্যটির পুলওয়ামা শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অস্ত্রধারীরা কয়েকজন বেসামরিককে জিম্মি করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
এদিকে স্থানীয়দের অভিযোগ এনকাউন্টারের নামে হত্যা করা হয়েছে ওই তিন কাশ্মিরীকে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে।
Leave a reply