ভারতে মাওবাদীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৫ সদস্যের। আহত হয়েছেন আরও ১২ জন।
শনিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় হয় এ ঘটনা। নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের সময় দু’পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। প্রায় তিন ঘণ্টা ধরে চলে বন্দুকযুদ্ধ।
পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানান, মাওবাদীদের মধ্যেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি তিনি। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। গুরুতর আহত তিনজনকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় রাজ্যের রাজধানী রায়পুরে।
Leave a reply