Site icon Jamuna Television

রাজধানীর ৬ রেস্টুরেন্টকে দেড় লাখের বেশি জরিমানা

দেশে দ্বিতীয় দফায় লকডাউনের প্রথম দিন বেশ ঢিলেঢালা কাটানোর পর সন্ধ্যা থেকে কঠোর অবস্থানে নামে ঢাকা জেলা প্রশাসন। এসময় রেস্তোরা খোলা রাখায় রাজধানীর ৬টি রেস্টুরেন্টকে ১ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সরকারের দেয়া সর্বশেষ ১৮ দফা প্রজ্ঞাপনের কার্যকারিতা নজরদারিতে রাজধানীর কাওরান বাজার ও বনশ্রী এলাকায় অভিযান চালায় তারা। এসময় ৬টি রেস্টুরেন্টকে বিভিন্ন ধারায় মোট ১ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সন্ধ্যা ৬টার পর থেকে রাজধানীতে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও দেখা যায় অবাধে চলাচল করছে যানবাহন থেকে শুরু করে হাজারও পথচারী। এসব মানুষদেরকে ঘরে ফেরাতে মাঠে নামে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখেই হুড়োহুড়ি শুরু হয় পথচারীদের।

এসময় যানবাহনগুলোকে থামিয়ে তাদেরকে সচেতন করার পাশাপাশি ঘরে ফেরার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশীদ। এ সময় তাদেরকে নির্দেশনা না মানলে কঠোর জরিমানা গোনার সতর্কবাণী দেন তিনি।

Exit mobile version