বিশ্বজুড়ে আরও ৭ হাজারের বেশি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। কোভিড নাইনটিনে মোট মৃত্যু ছাড়িয়েছে ২৮ লাখ ৭৩ হাজার। বিশ্বে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৮ হাজারের ওপর। মোট আক্রান্ত ১৩ কোটি ২৩ লাখ ৯০ হাজারের বেশি।
দৈনিক প্রাণহানির শীর্ষে এখনও ব্রাজিল। একদিনে ১৬শ’ ২৩ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। আর সংক্রমণ শনাক্তের দিক থেকে শীর্ষে ভারত। ৯৬ হাজার ৫শ’র বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। মৃত্যু হয়েছে ৪৪৫ জনের।
এদিকে, দৈনিক সংক্রমণের দিক থেকে ২য় অবস্থানে যুক্তরাষ্ট্র। ৪৭ হাজারের বেশি মানুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছে এদিন। সোমবারে রাশিয়ায় প্রায় সাড়ে তিনশ’ ও ইতালিতে তিনশ’র কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে।
ইউএইচ/
Leave a reply