স্প্যানিশ লিগে কষ্টার্জিত জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা। ৯০ মিনিটে ওসমান ডেম্বেলের করা গোলে বার্সা ১-০ গোলে হারিয়েছে রিয়াল ভায়াদোলিদকে।
বার্সেলোনার হয়ে ৭৬৭ ম্যাচ খেলা জাভি হার্নান্দেজের রেকর্ড সম্প্রতি ভেঙ্গেছেন লিওনেল মেসি। সেই কীর্তি জন্য ন্যু ক্যাম্পে এই ম্যাচের আগে মেসিকে সম্মাননা জানায় বার্সেলোনার ফুটবলাররা। মেসির এই আনন্দের রাতে ভায়াদোলিদের বিপক্ষে মাঠের পারফরম্যান্সটা মোটেও ভালো ছিলো না কাতালান ক্লাবটির। ভায়াদোলিদের রক্ষণে ফাটল ধরাতে পারছিলো না মেসির দল।
৭৯ মিনিটে অস্কার প্লানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভায়াদোলিদ। সুযোগ কাজে লাগিয়ে ৯০ মিনিটে গোল করে বার্সাকে টেবিলে দুই নম্বরে পৌঁছে দেন ডেম্বেলে। শীর্ষ দল অ্যাটলেটিকোর সাথে মেসিদের পয়েন্ট ব্যবধান এখন মাত্র ১।
ইউএইচ/
Leave a reply