পাবনা প্রতিনিধি:
পাবনায় ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড কার্তুজ ও ৩টি চাপাতিসহ ১ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে সোমবার রাতে জেলার সদর থানার পশ্চিম সাধুপাড়ায় অভিযান পরিচালনা করেন র্যাবের জোয়ানরা। এ সময় সেখান থেকে উল্লিখিত অস্ত্রসহ গ্রেফতার করা হয় স্থানীয় মুজিব হোসেনের ছেলে রাতুল হেসেনকে (১৮)।
ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র কেনা বেচাসহ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় অপরাধমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply