সরকারি নিষেধাজ্ঞা মেনে কওমী মাদ্রাসাগুলো বন্ধ রাখার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ওয়েভ চলছে। হাসপাতালে সিট নেই। অক্সিজেন সাপ্লাই দিতে হিমশিম খাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কওমী মাদ্রাসাগুলোও বন্ধ হওয়া দরকার।
ব্রাহ্মণবাড়িয়া সহিংসতার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে জেলায় জেলায় ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ব্যবস্থা নেয়া হবে। সরকার কঠোর হবে কারণ, সরকারি নানা নথি, স্থাপনায় হামলা চালিয়েছে। কোন ছাড় নয়। যারা নাশকতা করবেন, আইনশৃঙ্খলা বাহিনী দোষী সাব্যস্ত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মামুনুল হককে গ্রেফতার করা হবে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাহিনী। তাকে এখনও পুলিশী হেফাজতে নেয়া হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপরিবহন খুলছে না যতদিন বন্ধের নির্দেশ আছে, যার যার প্রতিষ্ঠানকে অফিসে আনা নেয়া করতে সরকারের পূর্বের নির্দেশ আছে।
Leave a reply