করোনা শনাক্তের সংখ্যা দশ হাজার অতিক্রম করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মহাখালীতে করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক সতর্ক করে দিয়ে বলেন, ১৮ দফা স্বাস্থ্যবিধি না মানলে পুরো শহরকে হাসপাতাল বানালেও পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হবে না।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা মোকাবেলায় পাঁচ হাজার বেড প্রস্তুত আছে। এছাড়া দুইশো আইসিইউ বেড প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি। দেয়া হয়েছে দুই হাজার হাইস্পিড নজল সিস্টেম। এছাড়া চলতি মাসেই বড় লটের টিকা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
Leave a reply