লকডাউনের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলে রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্নস্থানে।
স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে সড়ক, মহাসড়ক ও বিপনিবিতানগুলোর সামনে সকাল থেকেই জড়ো হন ব্যবসায়ীরা। ‘দোকান পাট খুলবো, স্বাস্থ্যবিধি মানবো’ এমন শ্লোগানে ব্যবসা পরিচালনার দাবি জানান তারা।
ব্যবসায়ীদের দাবি, শিল্পাঞ্চলের পোশাক কারখানা চালু থাকায় বেশিরভাগ জায়গাতেই লকডাউনের কোনো প্রভাব পড়েনি। প্রায় সবকিছুই স্বাভাবিক রয়েছে। অথচ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে লকডাউনের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখার দাবি জানান বক্তারা।
Leave a reply