মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে আসিয়ান

|

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে আসিয়ান

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে আসিয়ান। দেশটির চলমান সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা।

বিভিন্ন দেশের পক্ষ থেকে এ প্রস্তাব পাওয়ার পর সংস্থার চেয়ারম্যান দেশ ব্রুনাই এতে সম্মতি দেয়। ইন্দোনেশিয়ার জাকার্তায় বৈঠক আয়োজনে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। মিয়ানমারের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে মালয়েশিয়া ও ব্রুনাই।

এদিকে আসিয়ানের বৈঠক সামনে রেখে দেশব্যাপী সমন্বিত আন্দোলনের ডাক দিয়েছেন মিয়ানমারের বিক্ষোভকারীরা। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এ আন্দোলনের ডাক দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply