Site icon Jamuna Television

আগুয়েরোর ৪ গোলে ম্যানসিটির বিশাল জয়

সার্জিও আগুয়েরোর নৈপুন্যে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লেস্টার সিটিকে তারা হারিয়েছে ৫-১ ব্যবধানে। চার গোল করেছেন সার্জিও আগুয়েরো।

ম্যাচের তৃতীয় মিনিটেই রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটির। সময়তায় ফিরতে অতিথি লেস্টার সিটির সময় লেগেছিল ২১ মিনিট। জেমি ভার্ডির একক প্রচেষ্টায় সমতায় ফেরে লেস্টার সিটি। এরপরই প্রতিরোধ ভাঙ্গে লেস্টারের। দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিটে আগুয়েরোর পরপর দু’গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় গার্দিওয়ালার দল। ৭৭ মিনিটে লেস্টার গোলরক্ষক স্মাইকেলের ভুলের সুযোগ নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন সার্জিও আগুয়েরো।

মৌসুমে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। ম্যাচের অতিরিক্তি সময়ে দুরপাল্লার শটে নিজের চতুর্থ গোলের পাশাপাশি দলকে ৫-১ ব্যবধানের জয় এনে দেন এই আর্জেন্টাইন তারকা। লিগে ২১ গোল করে লিভারপুল তারকা মোহাম্মদ সালেহকে স্পর্শ করলেন তিনি।

যমুনা অনলাইন: এএস/

Exit mobile version