মাঝ সাগরে তীব্র ঝড়ের কবলে পড়া একটি জাহাজ থেকে ১২ নাবিক উদ্ধার (ভিডিও)

|

মাঝ সাগরে তীব্র ঝড়ের কবলে পড়া একটি জাহাজ থেকে ১২ নাবিক উদ্ধার

মাঝ সাগরে তীব্র ঝড়ের কবলে পড়া একটি জাহাজ থেকে নাটকীয়ভাবে ১২ নাবিককে উদ্ধার করেছে নরওয়ে। মঙ্গলবার রোমাঞ্চকর ওই উদ্ধার অভিযানের ভিডিওফুটেজ প্রকাশ করা হয়।

সোমবার নরওয়ে উপকূলের কাছাকাছি সমুদ্রে ঝড়ের কবলে পড়ে নেদারল্যান্ডের জাহাজ ‘এমস লিফট হেনড্রিকা’। জার্মানি থেকে নরওয়েগামী জাহাজটির মূল ইঞ্জিনের সাথে বিচ্ছিন্ন হয় সব সংযোগ। যার কারণে, নাবিকও নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না-নৌযানটি। এ অবস্থায় জরুরি সহায়তার আবদেন জানান ১২ নাবিক। ঝড়ের তীব্রতায় জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কায় উত্তাল সাগরে লাফিয়ে পড়েন ৪ জন। পরে নরওয়ের কোস্টগার্ডের হেলিকপ্টার সবাইকেই উদ্ধার করতে সক্ষম হয়।

এখন ‘এমস লিফট হেনড্রিকা’ নাবিকবিহীন অবস্থায় সাগরে ভেসে বেড়াচ্ছে। এটি ডুবে গেলে বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কার রয়েছে। জাহাজটিতে, সাড়ে ৩শ’ টন জ্বালানি তেল এবং ৫০ টন ডিজেল রয়েছে।

ভিডিও


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply