লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কলমিলতা ফেরিতে মাঝ নদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে।
ভোর ৪টার দিকে সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৩টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ১৬টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে কলমিলতা নামের একটি ফেরি ভোলার ইলিনশার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। একঘণ্টা পর ভোলার চর ও মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে গেলে ফেরিতে আগুন ধরে যায়। একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ বিআইডব্লিউটিএ’র সদস্যরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Leave a reply