ইতালিয়ান ফুটবলে শীর্ষ স্থান মজবুত করেছে ইন্টারমিলান, জয়ের ধারায় ফিরলো য়্যুভেন্টাস

|

ইতালিয়ান ফুটবল লিগে জয়ের ধারায় ফিরেছে য়্যুভেন্টাস। নাপোলির বিপক্ষে ২-১ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দিনের আরেক ম্যাচে সাসোলোকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও একটু মজবুত করলো ইন্টারমিলান।

নাপোলির বিপক্ষে এই ম্যাচে য়্যুভেন্টাসের মানে নামার কথা ছিলো গেল ৪ অক্টোবর। তবে সেই ম্যাচের সময় পরিবর্তন হয়ে ম্যাচ অনুষ্ঠিত হয় ৭ এপ্লিল। আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই সুযোগ হারায় ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ম্যাচের ১৩ মিনিটে ঠিকই কাজে লাগান রোনালদো। দল এগিয়ে যায় ১-০ গোলে। এই গোলের মধ্য দিয়ে এ আসরের ২৫ তম গোল করেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। প্রথমার্ধের বাকি সময় আক্রমণ হয়েছ, হয়েছে পাল্টা আক্রমণও তবে গোলের দেখা পায় নি কোন দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় নাপোলি। তবে বদলি হিসেবে মাঠে নেমেই চমক দেখান দিবালা। ৭২ মিনিটে স্কোর করে য়্যুভেন্টাসকে এগিয়ে নেন ২-০ গোলে। পরে ম্যাচের শেষ মিনিটে স্পট কিকে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি নাপোলি। এই জয়ের ফলে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে য়্যুভেন্টাস।

দিনের আরেক ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের বিপক্ষে কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি সাসোলো। ঘরের মাটিতে মাঠে নেমেই স্কোর বোর্ডে ব্যবধান বাড়ায় লুকাকু। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভাঙ্গতে পারেনি মিলান। দ্বিতীয়ার্ধের শুরুতে মিলানকে আরও একটি গোল উপহার দেন লাটারও মার্টিনেজ। ফলে ২-০ গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচের শেষ ভাগে সাসোলোর হামেদ ত্রোরে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি। ফলে ২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও একটু মজবুত করেছে ইন্টার মিলান। আর ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে অবস্থান করছে সাসোলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply