দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নারী ক্রিকেট দলের

|

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। ফলে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলেন হ্যাপি-জ্যোতিরা। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ইমার্জিং দল। মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় তারা।

রিতু মনি, নাহিদা আক্তার ও রাবেয়া ৩টি করে উইকেট নিয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন আনিক বস্ক। মাত্র ৯৩ রানের টার্গেটে দলীয় ৫ রানেই সাজঘরে ফিরে যান শামীমা সুলতানা। তিন নম্বরে নেমে অধিনায়ক জ্যোতি আউট হন ১৩ রান করে।

তৃতীয় উইকেটে পিংকি ও হ্যাপি গড়েন ৪২ রানের জুটি। দলের জয় যখন নিশ্চিত তখন ১৬ রানে আউট হন পিংকি এবং ৪ রানের জন্য ফিফটি মিস করেন হ্যাপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply