বাগেরহাটে ইউপি সদস্যের হামলায় চিকিৎসক আহত

|

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিরোধ চন্দ্র বিশ্বাসের (৫৫) উপর হামলা চালিয়েছে স্থানীয় ইউপি সদস্য সুমন শেখ। স্থানীয়রা আহত চিকিৎসককে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।

বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিরোধ চন্দ্র বিশ্বাস বৃহস্পতিবার বিকালে বলেন, দুপুরে আমি একজন রোগীকে সেবা দিয়ে অপর এক রোগী দেখছি, এ সময়ে হঠাৎ স্থানীয় ইউপি সদস্য সুমন শেখ আমার অফিসে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল করে ও মারপিট শুরু করে।

এতে আমার মুখ ও দাঁতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে।

গজালিয়া স্থানীয় ইউপি সদস্য সুমন শেখ বলেন, নারী সংক্রান্ত পুরনো একটা ঝামেলায় তিনবার নিষেধ করা হলেও তারা শোনেনি। এরপর মশিউর নামের একজনকে আমি চড় মেরেছি, ঠেকাতে গিয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিরোধ চন্দ্র বিশ্বাস আঘাত পেয়েছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply