মিয়ানমারের জান্তা সমর্থক মিত্র দেশগুলোর পতাকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ আন্দোলনকারীদের

|

জান্তা সমর্থক বিদেশি মিত্র দেশগুলোর পতাকা পুড়িয়ে ক্ষোভ আন্দোলনকারীদের

মিয়ানমারের জান্তা সরকারের সমর্থক বিদেশি মিত্র দেশগুলোর পতাকা পুড়িয়ে ক্ষোভ জানালো গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। বৃহস্পতিবার লংলোন শহরে চীন ও রাশিয়ার পতাকা পোড়ায় তারা।

সেনাবাহিনীর গুলির হুমকি উপেক্ষা করেই বিক্ষোভে যোগ দেয় কয়েকশ’ মানুষ। এসময় ২০০৮ সালে সেনাবাহিনী প্রণীত সংবিধানও পোড়ায় তারা। তবে আন্দোলনকারীদের ক্ষোভ বেশি রাশিয়া ও চীনের ওপর।

তাদের অভিযোগ, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করলেও সামরিক জান্তাকে সমর্থন দিয়ে যাচ্ছে দেশ দুটি। চীন ও রাশিয়ার আপত্তির কারণে জান্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সম্প্রতি মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে প্রতিনিধিও পাঠায় মস্কো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply