দীর্ঘ ৩ মাস আটকে রাখার পর দক্ষিণ কোরিয়ার জ্বালানিবাহী ট্যাংকার ছাড়লো ইরান। শুক্রবার ম্যারিন ট্র্যাফিক ডট কম নিশ্চিত করে এ তথ্য।
স্যাটেলাইটে ধরা পরে, স্থানীয় সময় ভোর ছয়টা নাগাদ বন্দর আব্বাস ত্যাগ করে ‘এম টি হ্যানকুক শেমি’।
দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, তেলবাহী জাহাজ এবং ক্যাপ্টেনকে মুক্তি দিয়েছে ইরান।
অবশ্য ইরানের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। জানুয়ারিতে হরমুজ প্রণালীর পানি দূষণের অভিযোগে আটক করা হয় জাহাজটিকে।
যদিও আন্তর্জাতিক বিশ্লেষকদের অভিমত- মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে থাকা বিপুল সংখ্যক ইরানি অর্থ জব্দ করা হয়েছিলো। সেসব উদ্ধারেই জাহাজ জব্দের নাটক সাজিয়ে চাপ প্রয়োগ করে তেহরান।
Leave a reply