রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি। বলেছেন, রোহিঙ্গাদের জন্য কাজ করার দায়িত্ব শুধু বাংলাদেশের নয়। সংকট সমাধানে বিশ্ববাসীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি।জানান, বাংলাদেশের ৫০বছর পূর্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শুভেচ্ছা নিয়ে এসেছেন। নতুন মার্কিন প্রশাসন মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছে। করোনা মোকাবিলায় বহুজাতিক সমন্বিত উদ্যোগ দরকার। এই সংকটে ঢাকা-ওয়াশিংটন একসাথে কাজ করার আশাবাদ জানিয়েছেন তিনি।
এ সময় রোহিঙ্গাদের কার্যকর প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ইউএইচ/
Leave a reply