প্রিন্স ফিলিপের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

|

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ‘ডিউক অব এডিনবরা’ প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়। এতে প্রধানমন্ত্রী প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রিন্স ফিলিপের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৯ বছর। শুক্রবার বাকিংহাম প্যালেস এক ঘোষণায় এ কথা জানানো হয়। তিনি অসুস্থ বোধ করায় গত ১৬ ফেব্রুয়ারি ফিলিপকে কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে ১৬ মার্চ হাসপাতাল ছেড়েছিলেন তিনি।

১৯৪৭ সালে এলিজাবেথকে বিয়ে করেনে ফিলিপ। ৫ বছর পর ১৯৫২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply