ঘরের বাইরে পা বাড়ালেই জেলি ফিশ! সম্প্রতি ইতালির ত্রিয়েস্তে শহরের বাসিন্দারা এমনই বিরল দৃশ্যের সাক্ষী হলেন।
করোনার বিস্তাররোধে বন্দর নগরীটিতে চলছে লকডাউন। পানিতেও বন্ধ নৌযানের চলাচল। এ কারণে শহরের উপকূলে ভেসে আসে লাখো ‘রাই-জেস-টোমা পালমো’ প্রজাতির প্রাণীগুলো। খালগুলো হয়ে উঠে গোলাপি। এগুলো ভূমধ্যসাগরে পাওয়া সবচেয়ে বড় আকারের জেলিফিশ।
প্রাণীবিদদের মতে, পানিতে স্থিরতা থাকায় এবং খাবারের খোঁজেই ভেসে উঠেছে জেলিফিশের এ বহর।
Leave a reply