সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রে নিউজভিত্তিক সংবাদ ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে যোগদান করেছেন। বৃহস্পতিবার ফক্সনিউজ এক ঘোষণায় এ কথা জানায়। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।
ফক্স নিউজ জানায়, শুক্রবার ‘ফক্স অ্যান্ড ফেন্ডসে’ তার প্রথম উপস্থিতি প্রকাশ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ফক্স নিউজের প্রধান নির্বাহী সুজান্নি স্কট বলেন, পররাষ্ট্রনীতি ও জাতীয় ইস্যুতে মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের একজন স্বীকৃত ও সম্মানজনক মতামত প্রদানকারীদের একজন। আমাদের লাখো দর্শকের কাছে বিভিন্ন ইস্যুতে দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে তিনি অবদান রাখবেন বলে প্রত্যাশা করছি।
২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগদান করেন। তিনি ৭০তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০২১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। এর আগে ২০১৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পম্পেও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের দায়িত্বে ছিলেন।
ইউএইচ/
Leave a reply