বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের সিরিজের সফরসূচি পরিবর্তন করেও আলোর মুখ দেখলো না সিরিজ। একটি চারদিনের ও পাঁচ ওয়ানডে ম্যাচ খেলতে ১১ এপ্রিল ঢাকায় আসার কথা ছিলো পাকিস্তানের। তবে আগামী ১৪ এপ্রিল থেকে বাংলাদেশে লডাউন ঘোষণা করায় দুই দেশের বোর্ডের সম্মতিতে স্থগিত করা হয় সিরিজটি। বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে তখন এই সিরিজ আয়োজনের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিবে বিসিবি। এবং এই সফরের সময়সূচি নির্ধারন করে পাকিস্তানকে আমন্ত্রন জানাবে বিসিবি।
এমতাবস্থায় খেলা চলার তো প্রশ্নই আসে না। তাই দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, আপাতত সফরটি স্থগিত করার। বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি হলে পরে আবার আলোচনা করে নতুন সূচি তৈরি করা হবে।
বাংলাদেশ সফর স্থগিত হয়ে যাওয়ায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ট্রেনিং ক্যাম্পও বন্ধ ঘোষণা করা হয়েছে।
Leave a reply