ইরানে মহামারির চতুর্থ ধাক্কা মোকাবেলায় জারি হলো ১০ দিনের লকডাউন। শনিবার প্রেসিডেন্সিয়াল দফতর থেকে আসে এ ঘোষণা।
জাতীয় করোনাভাইরাস মোকাবেলায় গঠিত টাস্কফোর্সের প্রস্তাবে সম্মতি জানিয়েছে সরকার। এর আওতায়, ২৫৭টি শহরের সব পার্ক, রেস্ট্যুরেন্ট, বিউটি পার্লা-সেলুন, শপিং মল এবং বইয়ের দোকান বন্ধ থাকবে। দেশটির ৮৫ শতাংশ এলাকাকে উচ্চ সংক্রমণের ভিত্তিতে রেড এবং অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে।
দেশটিতে ২৪ ঘণ্টায়ও প্রাণ হারিয়েছেন ১৯৩ জন, শনাক্ত হয়েছে ২০ হাজারের মতো নতুন সংক্রমণ।
ধারণা করা হচ্ছে, পার্সিয়ান নতুন বছ- নওরোজের সময়ই দেশটিতে নতুনভাবে বিস্তার লাভ করেছে করোনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া, ২০ লাখ ভ্যাকসিন ডোজের চালান নিয়ে শিগগিরই টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান।
Leave a reply