চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকায় হেলে পড়া ৫ তলা ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। এরইমধ্যে ভবনের গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে ভবনটি হেলে পড়লে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে ভবনটিতে বসবাসরত ১৮টি পরিবারকে সরিয়ে নেয় ফায়ার সার্ভিস। ভবনের পাশের একটি বস্তি থেকে আরও ৬২টি পরিবারকে সরিয়ে নেয়া হয়। সেইসাথে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে পুলিশ।
স্থানীয়রা জানান, ভবনের চারপাশ সংস্কারের সময় হেলে পড়ার ঘটনা ঘটে। এখন ভবনের দু’পাশ দিয়ে পথ আটকে জনগণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
Leave a reply