হেফাজতের বৈঠকে মামুনুলের বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

|

হেফাজতের বৈঠকে দলটির যুগ্ম মহাসচিব মামুনুলের বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী।

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর তিনি একথা জানান।

বাবুনগরীর বলেন, করোনা পরিস্থিতির অবনতি আর লকডাউনের কথা বলে কওমি মাদরাসা বন্ধ করা যাবে না। তিনি বলেন মাদরাসা, হেফজখানায় দ্বীনি শিক্ষা দেয়া হয়; কোরআন-হাদিস পাঠ করানো হয়। কোরআনের বরকতে মাদরাসায় করোনা আসবে না। মসজিদে নামাজ, রমজানে তারাবিও বন্ধ শরীয়তবিরোধী।

বাবুনগরী বলেন, রমজান হচ্ছে কওমি মাদরাসার কালেকশনের মৌসুম। জাকাত-ফিতরা দিয়ে সারা বছর মাদরাসা চলে। হেফাজতের প্রতিবাদ কর্মসূচিতে গুলিবর্ষণের অভিযোগ তুলে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করে প্রাণ ঝরিয়েছে। মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশের বর্ষপূর্তির দিন ২৯ মে হাটহাজারীতে ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেন হেফাজত আমীর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply