সিরিজ শেষ না করেই ফিরে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা

|

করোনার মধ্যেই দক্ষিণ আফ্রিকার মেয়েরা বাংলাদেশ সফরে এসেছিলো টাইগ্রেসদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। পাঁচ ওয়ানডের মধ্যে ইতিমধ্যেই চারটি ওয়ানডে খেলা শেষ করেছে দুই দল।

তবে বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সিরিজ শেষ না করেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। মূলত আগামী ১৪ এপ্রিল থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সব কিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার), দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলা ছাড়বে দক্ষিণ আফ্রিকা ইমারর্জিং দলের মেয়েরা। যমুনা টেলিভিশনকে বিসিবির নারী উইংসের চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী নাদেল জানান, (আজ রোববার) চাটার্ড বিমানে করে খেলোয়াড়দের ঢাকায় আনা হবে। সব ঠিক থাকলে সোমবার দক্ষিণ আফ্রিকায় ফিরে-যাবে নারী ক্রিকেটাররা।

এর আগে সিলেট সিরিজের চার ওয়ানডেতেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার নারীদের বিপক্ষে ১১০ রানের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply