কঠোর লকডাউনে আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
লকডাউনে বন্ধ থাকবে দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এরই প্রেক্ষিতে বিমান বন্ধ রাখার কথা জানান তিনি। তবে বিশেষ ফ্লাইট, চার্টার, কার্গো এবং এয়ার অ্যাম্বুলেন্স লকডাউনের আওতামুক্ত থাকবে বলেও নিশ্চিত করেন বেবিচক চেয়ারম্যান।
এর আগে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পোশাক ও বস্ত্র কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এদিকে, আজ প্রথম দফার লকডাউন শেষ হলেও আরও দুইদিন এই বিধিনিষেধ চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা জানান। বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।
Leave a reply