জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর য়্যুভেন্টাস। অপর ম্যাচে ক্যালিয়ারির বিপক্ষে কষ্টার্জিত জয় টেবিল টপার ইন্টার মিলানের।
অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে দারুণ শুরু করে চলতি মৌসুমের শিরোপার স্বপ্ন ফিকে হতে যাওয়া য়্যুভেন্টাস চার মিনিটে দেইয়ান কুলুসেভস্কির গোলে লিড নেয়। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা।
বিরতির পর জানলুকা স্কামমাক্কার গোলে ব্যবধান কমায় জেনোয়া। ৭০ মিনিটে ম্যাককেনির গোলে ৩-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় য়্যুভেন্টাসের। এই জয়ে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে দলটি। এর আগে লিগের প্রথম পর্বে জেনোয়ার বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছিল আন্দ্রে পিরলোর দল।
অপর ম্যাচে কষ্টার্জিত জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে ইন্টার মিলান। ঘরের মাঠে টেবিলের তলানির দল ক্যালিয়ারিকে ১-০ গোলে হারিয়েছে অ্যান্তেনিও কন্তের দল। ৭৭ মিনিটে দলের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার মাতেও ডারমেইন।
এই জয়ে ৩০ ম্যাচে ইন্টারের সংগ্রহ এখন ৭৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকে এসি মিলানের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে দলটি। বিপরীতে সমান ম্যাচে ২২ পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে অবস্থান ক্যালিয়ারির।
ইউএইচ/
Leave a reply