টাকা নিয়েও লাশ দিচ্ছে না মিয়ানমারের জান্তা সরকার

|

এবার মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের মরদেহ আটকে রাখার অভিযোগ উঠেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে।

পর্যবেক্ষক সংস্থা AAPP জানায়, অর্থের বিনিময়ে নিহতদের মরদেহ স্বজনদের কাছে পাঠাচ্ছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে কখনো কখনো ৮৫ ডলার পর্যন্ত রাখা হচ্ছে স্বজনদের কাছ থেকে।

অভিযোগ উঠেছে, মরদেহ নিয়ে বিক্ষোভ করতে পারে আন্দোলনকারীরা। আর এ কারণেই সেগুলো ফেরত দেয়া হচ্ছে না পরিবার এবং স্বজনদের কাছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা প্রশাসন।

শনিবার বাগো শহরে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ যায় অন্তত ৮০ বিক্ষোভকারীর। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর এখন পর্যন্ত জান্তা আগ্রাসন এবং সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৭শ’র বেশি মানুষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply