লিটন মণ্ডলের স্বর্ণ জয়ের গল্প

|

পকেটে পয়সা নেই, পেটে নেই খাবার। কাজের খোঁজে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছেন তিনি। কোন ভাবেই যেন কাঁজের খোজ পাচ্ছেন না। অবশেষে কাজের খোঁজ পেলেন লিটন মণ্ডল। আর্মি গলফ ক্লাবের ক্যান্টিন বয় হিসেবে কাজ শুরু করেন তিনি।

তারপর হঠাৎ করেই নারী গলফার ফাতেমা মতিউর রহমানের সাগ্রেদ বনে যান লিটন। বল বয় হিসেবে কাজ করা শুরু করেন ফাতেমার সাথে। এর পর থেকেই জীবনের মোড় ঘুরে যায়, শুরু হয় নতুন স্বপ্ন বাস্তবায়নের মিশন।

এর পরের গল্পটা শুধুই নিজেকে প্রস্তুত করার। শেষ পর্যন্ত কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তিনি। এবারের বাংলাদেশ গেমসে প্রথমবার অংশ নিয়েই করেছেন বাজিমাত করলেন লিটন। দেশের বড় বড় গলফারদের পেছনে ফেলে তিনিই জিতে নিলেন গোল্ড মেডেল।

আর তাতেই বিস্তার ঘটলো তার স্বপ্নের। এখন তার লক্ষ্য নিজেকে ছাড়িয়ে যাওয়ার। লিটন ছাড়িয়ে যেতে চান এই মুহূর্তে বাংলাদেশর সেরা গলফার সিদ্দিকুর রহমানকেও।

যমুনা টেলিভিশনকে তিনি বলেন, দেশের জন্য সেরা সাফল্য অর্জন করাই তার লক্ষ্য। অলিম্পিকে অংশ নিতে চান। ছাড়িয়ে যেতে চান দেশের হয়ে গড়া সিনিয়র গলফারদের রেকর্ডও। এখন শুধুই নিজেকে বিশ্বমঞ্চে মেলে ধরার অপেক্সায় রয়েছেন এই গলফার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply